ঢাকা, ১৯ পৌষ (৩ জানুয়ারি) :

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায়
বাংলাদেশের বাণিজ্য সংশ্লিষ্ট সমঝোতা বৃদ্ধি এবং জিএসপি ইস্যুতে জার্মানির সহযোগিতা কামনা
করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাণিজ্যমন্ত্রী আজ সচিবালয়ে জার্মানির রাষ্ট্রদূত একিম ট্রোস্টার এর সাথে
সাক্ষাতকালে এ সহযোগিতা কামনা করেন।

মন্ত্রী বাংলাদেশ থেকে আরো অধিক পণ্য জার্মান বাজারে সহজে প্রবেশের অনুরোধ
জানিয়ে বলেন, পরিবেশবান্ধব গ্রিন ফ্যাক্টরি স্থাপন, শ্রমিক কল্যাণসহ অন্যান্য
কম্পপ্ল্যায়েন্স অনুসরণ করায় বাংলাদেশে উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে। এসময় তৈরি পোশাক
রপ্তানির ক্ষেত্রে ন্যায্যমূল্য প্রদানের জন্য জার্মানির সহযোগিতা প্রত্যাশা করেন।
বাংলাদেশের ১০০টি অর্থনৈতিক অঞ্চলে এবং ৩৩টি হাইটেক পার্কে জার্মান বিনিয়োগের অনুরোধ
জানান তিনি।

জার্মান রাষ্ট্রদূত বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার
নেতৃত্বাধীন সরকারের প্রশংসা করেন। তিনি বিশ্বে বাংলাদেশের অগ্রযাত্রার ইতিবাচক চিত্র
নির্মাণে জার্মানির সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশে জার্মানির উন্নয়ন
সহযোগিতা ও দ্বিপাক্ষিক বাণিজ্য আরো শক্তিশালী হবে বলে রাষ্ট্রদূত এসময় আশ্বস্ত করেন।