পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ।
শুক্রবার দুবাইতে পাকিস্তানের দেয়া ১১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২২.১ ওভার শেষে ৩ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশের যুবারা।
টাইগার পেসার ইকবাল হোসেন ইমন ২৪ রান দিয়ে নেন ৪টি উইকেট। ২৩ রানে ২ উইকেট শিকার করেন আরেক পেসার মারুফ মৃধা।
ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ আরেক সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারানো ভারতের যুবারা।