অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এ বছরের শেষ দিকে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। জাপানের সরকারি টেলিভিশন এনএইচকেতে গত বুধবার দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বাংলাদেশকে নিজের পায়ে দাঁড়াতে এবং আরো শক্তিশালী হয়ে ওঠার বিষয়টি নিশ্চিত করতে চান বলে সাক্ষাৎকারে জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা যখন দায়িত্ব নিয়েছি তখনকার পরিস্থিতি বিবেচনা করে আমি মনে করি আমরা অনেক দূর এগিয়েছি।
কারণ এখানে সমাজ, অর্থনীতি, রাজনীতি, বিচারব্যবস্থা সব কিছু পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল।’
নির্বাচন একটি জাতির গণতান্ত্রিক হয়ে ওঠার জন্য অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, ‘যত দ্রুত সম্ভব এ বছরের শেষ দিকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে।’
‘নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর নির্বাচিত নতুন সরকারের সঙ্গে কাজ করার জন্য নিরাপদ ও সুদৃঢ় ভিত্তি তৈরি থাকবে,’ বলেন প্রধান উপদেষ্টা। দেশকে এগিয়ে নিতে তরুণদের প্রভাব থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
ড. ইউনূস বলেন, ‘তরুণরা তাদের সৃজনশীলতা সারা বিশ্বের সামনে তুলে ধরতে চায়। তাই আমাদের মনে একটা উচ্চাশা তৈরি হয়েছে। দেখা যাক আমরা কিভাবে এগিয়ে যাই।’
দেশের বৃহত্তম উন্নয়নশীল অংশীদার জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘জাপানের প্রযুক্তি ও বিনিয়োগ বাংলাদেশি তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেছে।