বেনাপোল, ২৮ পৌষ (১২ জানুয়ারি):
ভারতে থেকে ফেরত পাসপোর্ট যাত্রী ও আমদানি রফতানি পণ্য বাহি ট্রাক চালকদের হেলথ স্কিনিং কার্যক্রম উপলক্ষে বেনাপোলে মনিটরিং এন্ড কোয়ার্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) বেলা ১১ টার সময় যশোর সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাসের সভাপতিত্বে বেনাপোল স্থল বন্দর এর আন্তর্জাতিক প্যাচেঞ্জার টার্মিনালের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
যশোর সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, বেনাপোল স্থর বন্দর একটি গুরুত্ব পুর্ণ এলাকা। ভারতের সাথে যোগাযোগ ও আমদানি রফতানি কার্যক্রম এর জন্য রাষ্টের প্রধান ফটক এই বেনাপোল বন্দর। এ পথে প্রতিদিন পাসপোর্ট যাত্রী সহ দুই রাষ্টের ট্রাক চালকরাও যাতায়াত করে থাকে। ভারতে সম্প্রতি করোনা ও ওমিক্রণ নামে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আমাদেরও সতর্ক থাকতে হবে। কারন এই পথ দিয়ে যেন কেউ জীবানু বহন করে ওপার থেকে না আনতে পারে। সাথে প্রতিদিন যে সব যাত্রী ও ট্রাক চালকরা দেশে প্রবেশ করবে তাদের হ্যান্ডস্যানিটাইজার ও স্প্রে দিতে হবে এবং তাপমাত্রা নির্নয় করতে হবে। এছাড়া প্রত্যেকের মাস্ক নিশ্চিত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল স্থল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার, যশোর নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান, বেনাপোল পোর্ট থানা ওসি (তদন্ত) মোঃ রাছেল, বেনাপোল ইমিগ্রেশন ওসি মোঃ রাজু বেনপোল স্থল বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা।