ওয়াশিংটন ডিসি, (৭ আগস্ট):
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদায় ৫ আগস্ট
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহিদ ক্যাপ্টেন শেখ কামালের
৭২তম জন্মবার্ষিকী পালন করেছে।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম সহিদুল ইসলাম বলেন, শহিদ শেখ
কামাল নিজেকে যোগ্যতর করে গড়ে তুলতে নিরন্তর প্রচেষ্টা চালিয়েছিলেন এবং সাংগঠনিক
দক্ষতা ও নেতৃত্বের গুণাবলী অর্জন করে নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে কঠোর
পরিশ্রম করতেন। রাষ্ট্রদূত শেখ কামালের জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে নিজেদের গড়ে
তুলতে এবং দেশ ও জাতিকে উন্নত সেবা দিতে নিজেদের প্রস্তুত করতে আহ্বান জানান।
অনুষ্ঠানে কনস্যুলার হাবিবুর রহমান শহিদ ক্যাপ্টেন শেখ কামালের সংক্ষিপ্ত জীবনী পাঠ
করে শোনান।
অনুষ্ঠানে শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জীবন ও কর্ম অবলম্বনে একটি
প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবসহ ১৯৭৫ এর ১৫ আগস্ট শহিদ সকলের আত্মার
মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।