গাজীপুর প্রতিনিধি :
বৃহস্পতিবার (৭ মার্চ) গাজীপুর জেলা কালিয়াকৈর উপজেলার বোয়ালীর সোনাতলা গ্রামে সামাজিক কবর স্থানের সীমানা প্রাচীর নির্মাণের জন্য জরুরি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। কবর স্থানের জমিদাতা মোঃ সোনা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে যোগদান করেন কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং আগামী কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ সেলিম আজাদ। তিনি বলেন আপনাদের এই কবর স্থানের সীমানা প্রাচীর সহ অন্যান্য অবকাঠামো উন্নয়নে যতটা সম্ভব করে যাবো। তিনি প্রাথমিক কাজ শুরু করার জন্য ব্যক্তিগত তহবিল থেকে এক লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন এবং কাজ শুরুর পর আরো দশ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দান করেন। তিনি আরো বলেন তিনি যদি চেয়ারম্যান হতে পারেন তাহলে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত কবর স্থান হিসাবে রুপান্তরিত করা হবে।
উল্লেখ করার মতো ঘটনা হচ্ছে মত বিনিময় সভাটি গভীর রাতে হলেও বিপুল সংখ্যক নারী পুরুষের উপস্থিতিতে জনসভায় পরিণত হয়।
মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকেন। উল্লেখ যোগ্য হাজী ঈমান আলী সিকদার, মোঃ আফতাব উদ্দিন, সাবেক মেম্বার মোঃ সুরুজ মিয়া, দেওয়ান মহিউদ্দিন প্রমুখ।