কয়লাসংকটের কারণে কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটেরই বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার এই বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন এখন পুরোপুরি বন্ধ।

কয়লা সরবরাহ না থাকায় দুই সপ্তাহ আগে প্রথম ইউনিটের ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। একই কারণে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বন্ধ হয়ে যায় ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটিও। বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান কোল পাওয়ারের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, কয়লা আমদানির দরপত্র নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। এ কারণে কয়লা আমদানি করতে কিছুটা দেরি হচ্ছে। এরপরও চলতি মাসের শেষের দিকে বিদেশ থেকে কয়লা আমদানি করে কেন্দ্রটিকে উৎপাদনে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।

বঙ্গোপসাগরের কূল ঘেঁষে মাতারবাড়ীর ১ হাজার ৬০০ একরের পরিত্যক্ত লবণ মাঠে নির্মাণ করা হয়েছে ১ হাজার ২০০ মেগাওয়াট ধারণক্ষমতার এই তাপবিদ্যুৎকেন্দ্র। বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে খরচ হচ্ছে

প্রায় ৫১ হাজার ৯৮৪ কোটি টাকা। এর মধ্যে জাপানের উন্নয়ন সংস্থা জাইকা দিচ্ছে প্রায় ৪২ হাজার কোটি টাকা। অবশিষ্ট টাকা বাংলাদেশ সরকারের। প্রকল্পটি বাস্তবায়ন করছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিডেট।