ঢাকা, ৪ শ্রাবণ (১৯ জুলাই) :
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমৃত্যু শোষিত মানুষের পক্ষে লড়াই করে গেছেন। তিনি
বলেন, বঙ্গবন্ধু দেশটা স্বাধীন করে দিয়ে গেছেন বলেই আমরা গর্ব করে বলতে পারি আমরা
স্বাধীন। বঙ্গবন্ধু এদেশ স্বাধীন করেছেন বলেই আমরা আজ উন্নত বাংলাদেশের স্বপ্ন
দেখতে পারছি।
আজ সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পল্লী উন্নয়ন ও সমবায়
বিভাগের উদ্যোগে প্রকাশিত ‘বঙ্গবন্ধুর সমবায় ভাবনা : উন্নয়ন অভিযাত্রায় পল্লী
উন্নয়ন ও সমবায় বিভাগ’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বাঙালি জাতিকে একটি স্বাধীন আত্মপরিচয় দিয়ে
গেছেন। অর্থনৈতিক মুক্তির জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর ইচ্ছা ছিল বাঙালি
জাতি অত্যন্ত মর্যাদার সঙ্গে সারা পৃথিবীতে বিচরণ করবে। জাতির পিতার সেই স্বপ্নসাধ
পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি ক্ষমতায় আছেন
বলেই বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ রেজাউল আহসানের সভাপতিত্বে
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত
সচিব মোঃ রাশিদুল ইসলাম, বিআরডিবি’র মহাপরিচালক সুপ্রিয় কুমার কুন্ডু, সমবায়
অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ড. মো. হারুন-অর-রশীদ বিশ্বাস, পিডিএফ এর এমডি
মউদুদউর রশীদ সফদার এবং বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের মহাপরিচালক মোঃ
আমিনুল ইসলাম।
Home করোনা আপডেট করোনাভাইরাসের বিস্তাররোধে চলমান বিধি-নিষেধের আওতাবর্হিভূত কার্যক্রমসমূহ – করোনাভাইরাসের বিস্তাররোধে চলমান বিধি-নিষেধের আওতাবর্হিভূত...