ঢাকা, ৮ আশ্বিন (২৩ সেপ্টেম্বর) :
করোনাভাইরাসের টিকা গ্রহণকারী পর্যটকদের বিনা বাধায় নেপাল ভ্রমণের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। নেপালের পর্যটনমন্ত্রী জানিয়েছেন,ভিসা অন এরাইভাল চালুর ফলে যে পর্যটকরা ভ্যাকসিনের উভয় ডোজ পেয়েছেন তাদের আর কোয়ারেন্টাইনের প্রয়োজন নেই। মহামারী-আক্রান্ত দেশে পর্যটন বৃদ্ধির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভ্রমণকারীদের কেবলমাত্র টিকা নেওয়ার প্রমাণপত্র দাখিল করতে হবে। সেই সাথে হোটেল বুকিং করে যেতে হবে। এই সুবিধা স্থল বন্দরের ক্ষেত্রেও প্রযোজ্য। পর্যটন নির্ভর দেশ নেপালের জাতীয় আয়ের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে করোনা মহামারি। গত বছর দেশটিতে বিদেশি পর্যটকদের ভ্রমণ ৮০ শতাংশের বেশি কমে যায়। এমন পরিস্থিতিতে সংকট কাটিয়ে উঠতে নতুন উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
নেপালের পর্যটনমন্ত্রী জানান, যেসব বিদেশি পর্যটক করোনার টিকা গ্রহণের প্রমাণ উপস্থাপন করতে পারবেন তাদের অবাধ ভ্রমণের সুযোগ দেওয়া হবে। উল্লেখ্য, করোনাভাইরাসের মহামারি শুরু হওয়ায় গত বছরের মার্চে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা দেওয়া বন্ধ করে দেয় নেপাল।