মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক দিন আগেই হুমকি দিয়েছিলেন, ১ ফেব্রুয়ারি থেকে তিনি প্রতিবেশী কানাডা ও মেক্সিকো থেকে আমদানি পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। রিপাবলিকান পার্টির এ নেতা জানিয়েছেন, তিনি এ সিদ্ধান্ত বহাল রাখবেন। একইভাবে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকস যদি বিশ্বব্যাপী ব্যবহৃত মার্কিন মুদ্রা ডলারের বিকল্প আনার চেষ্টা করে, তবে তাদের ওপর শতভাগ শুল্ক আরোপ করবেন তিনি।
গতকাল শুক্রবার বিবিসির প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। ট্রাম্প জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী তিনি কাজ করবেন, অর্থাৎ আজ শনিবার থেকেই কানাডা ও মেক্সিকো থেকে আসা পণ্যের ওপর এ ‘ট্রাম্প শুল্ক’ আরোপিত হতে যাচ্ছে। তবে দুই দেশ থেকে আসা তেলের ক্ষেত্রে এ নিয়ম কার্যকর হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি।
স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তাঁর এ উদ্যোগের উদ্দেশ্য বিপুলসংখ্যক নথিবিহীন অভিবাসী আসার বিষয়টি সামাল দেওয়া। যুক্তরাষ্ট্রের সীমান্ত দিয়ে ফেন্টানিল (মাদক) আসা বন্ধ করা। পাশাপাশি প্রতিবেশীদের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানো।
ট্রাম্প জানান, তিনি এখনও চীনের পণ্যে নতুন শুল্ক আরোপের পরিকল্পনা বাতিল করেননি। জানুয়ারিতে ট্রাম্প বলেছিলেন, চীনের পণ্যের ওপর নতুন শুল্কের পরিমাণ হবে ১০ শতাংশ।