স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন কারা অধিদপ্তরের কর্মকর্তাদের পদোন্নতির লক্ষ্যে গঠিত বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশক্রমে কারা অধিদপ্তরের ৯ জন কারা তত্ত্বাবধায়ককে পদোন্নতি দিয়ে সিনিয়র কারা তত্ত্বাবধায়ক পদে পদায়ন করা হয়েছে। কারা অধিদপ্তরের সুপারিশের প্রেক্ষিতে আরও ৮ জন কারা তত্ত্বাবধায়ককে বদলির আদেশও জারি করা হয়েছে।
মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব তাহনিয়া রহমান চৌধুরীর স্বাক্ষরিত ২টি প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি ও বদলি আদেশ জারি করা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত ও বদলিকৃত কর্মকর্তারা হলেন- কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) মো. আমিরুল ইসলামকে সিনিয়র তত্ত্বাবধায়ক পদে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মঞ্জুর হোসেনকে বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র তত্ত্বাবধায়ক, কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুলস্নাহ আল মামুনকে একই কারাগারের সিনিয়র তত্ত্বাবধায়ক, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) সুরাইয়া আক্তারকে একই কারাগারের সিনিয়র তত্ত্বাবধায়ক, কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সিনিয়র তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) মোসা: নাহিদা পারভীনকে একই কারাগারের সিনিয়র তত্ত্বাবধায়ক, রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক সিনিয়র তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) সুব্রত কুমার বালাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার, পার্ট-১ এর সিনিয়র তত্ত্বাবধায়ক, যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) নুরশেদ আহমেদ ভুঁইয়াকে একই কারাগারের সিনিয়র তত্ত্বাবধায়ক, ফেনী জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. ইকবাল হোসেনকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র তত্ত্বাবধায়ক, গোপালগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক আল মামুনকে সিনিয়র তত্ত্বাবধায়ক, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ পদায়ন করা হয়েছে।
এছাড়া আরেকটি পৃথক প্রজ্ঞাপনে রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্ব) প্রশান্ত কুমার বণিককে সিনিয়র তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্ব), সিলেট কেন্দ্রীয় কারাগার, ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্ব) জাহানারা বেগমকে সিনিয়র তত্ত্বাবধায়ক, সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্ব) হালিমা খাতুনকে সিনিয়র তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্ব), কুমিলস্না কেন্দ্রীয় কারাগার, কুমিলস্না কেন্দ্রীয় কারাগারের সিনিয়র তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্ব) মো. আব্দুল জলিলকে কারা তত্ত্বাবধায়ক, ফেনী জেলা কারাগার, বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) মো. ওবায়দুর রহমানকে কারা তত্ত্বাবধায়ক, চাঁদপুর জেলা কারাগার, চাঁদপুর জেলা কারাগারের তত্ত্বাবধায়ক ফোরকান ওয়াহিদকে কারা তত্ত্বাবধায়ক, নারায়ণগঞ্জ জেলা কারাগার, নারায়ণগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. মোকাম্মেল হোসেন মোলস্নাকে কারা তত্ত্বাবধায়ক, গোপালগঞ্জ জেলা কারাগার ও জয়পুরহাট জেলা কারাগারের তত্ত্বাবধায়ক রীতেশ চাকমাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে বদলি করা হয়েছে।