একটা দল নিষিদ্ধ করার পক্ষে আমি নই, যারা অপরাধী তাদের শাস্তি নিশ্চিত হোক, দল কে ও দলের দায়ীত্বশিলদের মোটা অংকের জরিমানা করা হোক, দলকে বিশেষ কিছু শর্ত জুড়ে দেওয়া হোক।

কিন্তু দল নিষিদ্ধ করে কখনো তাদের অধিকারকে মুছে ফেলা যায়না।
এখন কারো অধিকার নষ্ট করবেন সময়ের ব্যাবধানে দেখবেন আপনার অধিকার ও ধুলিশ্বাত হয়ে গিয়েছে।
আর আমাদের দেশে আদর্শের রাজনীতি খুব ই নগণ্য, আর সকলে ই দেখা যায় একে ওপরের আত্মীয় স্বজন, সুতরাং এই ধরণের সিদ্ধান্ত সমাজ ও জাতির জন্য মারামারি হানাহানি ও অস্থিরতা বয়ে আনবে।
আর কেউ নিশ্চিত বলতে পারবেন না যে যেকোনো একটি দলের সকলে ই অপরাধী অথবা সকলে ই সাধু সাহেব।
ভালো মন্দ মিলিয়ে ই মানুষ তাই খারাপ মানুষের বিচার করুন সকলের অধিকার নষ্ট করবেন না।