মাদারীপুর, ২৯ শ্রাবণ (১৩ আগস্ট) :

মাদারীপুরের কালকিনিতে পুর্ব শত্রুতার জের ধরে ইউপি সদস্যর লোকজনের হামলায় পরাজিত ইউপি সদস্য প্রার্থীর ৫ কর্মী গুরুতর আহত হয়েছে। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ বিষয় থানায় মামলার প্রস্তুতি চলছে। শুক্রবার রাতে এ হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও পুলিশ সুত্রে জানাগেছে, উপজেলার পুর্বএনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্প্রতি সম্পন্ন হয়েছে। ঐ নির্বাচনে কালাই সরদারেরচর গ্রামের ৭ নং ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী হিসেবে দুলাল সরদারের সাথে প্রতিদ্বন্ধিতা করেন মোঃ আবদুল। কিন্তু এ নির্বাচনে আবদুলকে হারিয়ে ইউপি সদস্য হিসেবে বিজয়ী হন দুলাল সরদার। এ নিয়ে বেশ কিছুদিন ধরে উভয় পক্ষের মাঝে শত্রুতা চলে আসছিল। এর জের ধরে হঠাৎ করে ইউপি সদস্য দুলাল সরদারের কর্মী জসিম হাওলাদারের নেতৃত্বে রহিম, জুলহাস, পলাশ, জামাল ও খবিরসহ বেশ কয়েকজন মিলে আবদুলের লোকজনের উপর হামলা চালায়। এতে শাহআলম বেপারী(৪৫), অহেদ বেপারী(২৫), সুমন(৩৫), সবুজ(২৫) ও জসিম সরদারসহ(৪৮) গুরুতর আহত হন। আহতদেরকে কালকিনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

মোঃ আবদুল হোসেন বলেন, পুর্ব শত্রুতার জের ধরে দুলাল সরদারের কর্মী জসিম তার লোকজন নিয়ে আমার লোকজনের উপর হামলা চালিয়ে আহত করেছে। তবে অভিযুক্ত ইউপি সদস্য দুলাল সরদার হামলার ঘটনা অস্বীকার করেন।

এ ব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক(তদন্ত) মোঃ নাসিরউদ্দিন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করেছি।