এস এম মিলন, ৩১ জ্যৈষ্ঠ (১৪ জুন) :
কালনা সেতুর প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার শ্যামল কুমার ভট্টাচার্য্য, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সড়ক ও জনপথ অধিদপ্তর ঢাকা থেকে আজ মধুমতি নদির উপর নির্মাণাধীন কালনা সেতু পরিদর্শনে আসেন।
আজ (১৩ জুন) সকাল এগারোটায় কালনা সেতু প্রকল্প পরিদর্শন করেন অত্র প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব শ্যামল কুমার ভট্টাচার্য, অতিরিক্ত প্রকল্প পরিচালক মোঃ আবু হেনা মোস্তফা কামাল সহ পরামর্শক প্রতিষ্ঠান Oriental Consultant Global Ltd এর Japanese Engineer & Technical Team, Deputy Team Leader (DTL) এ সময় উপস্থিত ছিলেন। এ ছাড়াও অত্র প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ আশরাফুজ্জামান, Resident Engineer (RE), Deputy Resident Engineer (DRE) সহ ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।
আগামী ২৫ জুন ২০২২ ইং তারিখে পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু উদ্বোধনের পর ভাটিয়াপাড়া-যশোর-বেনাপোল সড়কে অতিরিক্ত গাড়ির চাপ পড়বে বিশেষ করে কালনা ফেরী ঘাটে অতিরিক্ত চাপ পড়বে। সেলক্ষে প্রকল্প পরিচালক নির্মাণাধীন কালনা সেতুর নির্মাণ কাজ আগামী জুলাই-আগষ্ট মাসে সম্পন্ন করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে অনুরোধ করেন। আগামীকাল (১৪ জুন) কালনা সেতুর ১৫০ মিটারের দৃষ্টিনন্দন স্টিল স্ট্রাকচার এর বাকি ৫০ মিটারের ঢালাই সম্পন্ন হবে বলে জানা যায়।
কালনা সেতুর বর্তমান কাজের অগ্রগতি (সংযোগ সড়ক ও মূল সেতু) ৮৯+% প্রায়। ৯৫৯ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে ৬৯০ মিটারের ৬-লেন বিশিষ্ট কালনা সেতুর দৈর্ঘ্য এবং উভয় পাশে মোট ৪.১৫ কিলোমিটার সংযোগ সড়ক রয়েছে।
প্রকল্প পরিচালকের আগমনের উদ্দেশ্য কালনা সেতুর কাজ দ্রুত ভাবে ত্বরান্বিত করা। আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুতে যানবাহনে চলাচলের জন্য উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
জানাযায়, পদ্মা সেতু চালু হলে কালনা নড়াইল যশোর সড়কে গাড়ির চাপ বেড়ে যাবে তাই আপাতত দুইপাশে তিনফুট তিনফুট করি সম্প্রসারণের কাজ দ্রুত শুরু হবে। আর শিঘ্রই ফোরলেন বা সিক্স লেন এর বিষয়ে ভারত ছাড়াও অন্য দাতা দেশের সাথে আলোচনা চলছে।
পদ্মা সেতু চালু হওয়ার পর কালনা ফেরিঘাটে ছোট-বড় গাড়ির চাপ অনেক বেড়ে যাবে। সে লক্ষ্যে কালনা সেতুর অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন বলে জানা যায়। আর ভাটিয়াপাড়া থেকে ফেরিঘাট পর্যন্ত সড়কের মেরামত চলছে।
সড়ক ও জনপথ অধিদপ্তর আপ্রাণ চেষ্টা করছেন চলতি বছরে আগস্টের মধ্যে কালনা সেতুর অসমাপ্ত কাজ সম্পন্ন করার। তিনি জানান, কাজ শেষ হতে আরো তিন মাসের মত লাগতে পারে বলে আশা করেন। সেপ্টেম্বরে কোন একসময় কালনা সেতুর দ্বার উন্মোচন সম্ভাবনা আছে।
নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদের পক্ষথেকে সভাপতি সৈয়দ খায়রুল আলমের সাথে আজ প্রকল্প এলাকায় সাক্ষাতকালে তিনি এ কথা বলেন।
আমরা সেই মাহেন্দ্রক্ষনের অপেক্ষায় নড়াইল ও যশোর সহ আশেপাশের জেলার মানুষ।