সোহরাব হোসেন,গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে অবৈধ ইট ভাটা মোবাইল কোর্টের মাধ্যমে চিমনি অক্ষত রেখে আংশিক ভেঙে দিয়ে ১০ লক্ষ টাকা জরিমানা করে বন্ধ করে দেয়ার কয়েকদিন পরেই প্রশাসনকে ম্যানেজ করে পূনরায় অবৈধ ইট ভাটা তিনটি চালু করার অভিযোগ পাওয়া গেছে। তবে পরিবেশের ছারপত্রবিহীন এসব অবৈধ ইট ভাটা গুলোর বিরুদ্ধে অদৃশ্য কারনে জেলা পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকেও কোন প্রকার ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

জানা যায়, কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের দরবাড়িয়া এলাকায় গত ০৪ ফেব্রুয়ারী রবিবার আয়োজন করে ৩টি অবৈধ ইট ভাটায় কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকীর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ওই এলাকায় অবস্থিত তিনটি অবৈধ ইট ভাটা এনবিএম, এসবি স্টার,ও জেআরবিকে মোট ১০ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ইট ভাটার চিমনি না ভেঙ্গে দায়সারার মতো চুল্লীর দেয়ালের কিছু অংশ ভেঙে দিয়ে ইট ভাটা বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

গত ১১ ফেব্রুয়ারী রবিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ভেঙে দেয়া অবৈধ ইট ভাটা গুলো আবার চালু করা হয়েছে। খোলা আকাশের নীচে দন্ডায়মান রয়েছে অবৈধ ইট ভাটার চিমনি। নীল আকাশে নির্মল বাতাসে ছড়াচ্ছে বিষাক্ত কালো ধোঁয়া দুষিত করছে এলাকার পরিবেশ।

তবে পতিত জমি, খাল, বিল, নদী নালা, বা চরের দুফসলি জমির মাটি কেটে নেওয়া যাবে না ইট ভাটায় ইট তৈরির জন্য। ইট প্রস্তুত বা ইট ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর ৫ নম্বর ধারায় উল্লেখ থাকলেও তা বাস্তবায়ন হচ্ছে না কালিয়াকৈর উপজেলায়।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলছে, প্রশাসনের পক্ষ থেকে প্রতি বছর লোক দেখানো মোবাইল কোর্ট করে প্রশাসন চলে যাওয়ার পরেই ইট ভাটার মালিকরা আবার ইট ভাটা চালু করে। এর পর তাদের আর কোন সমস্যা হয় না। তাছাড়া ফসলি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে এসব অবৈধ ইটভাটায়। মোবাইল কোর্ট করে যদি অবৈধ ইট ভাটা বন্ধই না হয়, তাহলে মোবাইল কোর্টের কি দরকার। এবছরও তার ব্যতিক্রম হয়নি, উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে তিনটি ইট ভাটায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে বন্ধ করে দেওয়ার পর ইট ভাটার মালিকরা ইউএনও অফিসে দৌড়ঝাপ শুরু করে। তার কয়েকদিন পরেই দেখা যায় ইট ভাটা তিনটি পূনরায় চালু করা হয়েছে।

এ বিষয়ে জে আর বি ইট ভাটার মালিক সোহেল রানা বলেন, প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করেই ইটভাটা চালু করেছি, কালিয়াকৈরে অনেক অবৈধ ইটভাটা চালু আছে তাদের যা হবে আমারও তাই হবে।

এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, ইট ভাটা আবারো চালু করার বিষয়টি আমার জানা নেই, চালু করে থাকলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।