সোহরাব হোসেন, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে আগুনে একটি ঝুটের গুদামসহ পাশে থাকা কলোনির ৩৮ টি কক্ষ পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

গত সোমবার দিবাগত রাত ১ টার দিকে জেলার কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ দক্ষিন পাড়া এলাকায় স্থানীয় ঝুট ব্যবসায়ী জনী মিয়ার গুদামে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন পাশের জনি মিয়া ও সোহেল রানা নামে এক ব্যক্তির আবাসিক কলোনিতে ছড়িয়ে পরে। এতে মোট ৩৮ টি কক্ষ আগুনে পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও বাড়ির মালিক জানান, রাত ১টার দিকে পল্লীবিদ্যুৎ দক্ষিণপাড়া এলাকায় জনী মিয়ার ঝুট গুদামের বাহিরে রাখা পরিত্যক্ত মালের মধ্যে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। পরে মূহুর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করে গুদামের ভিতরে ছড়িয়ে পড়ে । আগুন দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন। ততক্ষণে আগুন পাশের দুইটি কলোনিতেও ছড়িয়ে পড়ে। এসময় ওই কলোনিতে থাকা লোকজন আতঙ্কিত হয়ে বের হয়ে আসে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন লাগার খবরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ১টি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।