গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ইটভর্তি ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক পুলিশ সদস্য।
শনিবার সকালে কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের নামা আশুলাই এলাকায় সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত সিএনজি চালক হলেন, ওবায়দুল ইসলাম (৪২)। তার গ্রামের বাড়ি জামালপুর সদর উপজেলায় বলে জানা গেছে। নিহত বাকি দুইজনের মধ্যে একজন নারী রয়েছেন। তার বয়স ৫৫ বছর। নিহত অপর পুরুষের বয়স আনুমানিক ৬২ হবে বলে পুলিশ জানিয়েছে। তবে তাদের নাম পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সিএনজি চালক ওবায়দুল ইসলাম শ্রীপুরের মাওনা থেকে একজন পুলিশ সদস্যসহ তিন যাত্রী নিয়ে কালিয়াকৈরের দিকে যাচ্ছিলেন। নামা আশুলাই এলাকায় বিপরীতগামী ইটভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নারীসহ তিনজন নিহত হন।
স্থানীয়রা আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
কালিয়াকৈর থানার পুলিশ কর্মকর্তা এসআই কামরুল ইসলাম বলেন, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে সিএনজি চালকের মরদেহ শনাক্ত করা গেছে। অপর দুজনের নাম ঠিকানা জানার চেষ্টা চলছে। ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।