কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে অবৈধভাবে গড়ে ওঠা সরকারি বনের জমিতে দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বন বিভাগ। মঙ্গলবার (২৯জুন )সকালে কালিয়াকৈর পৌর এলাকার পূর্ব চান্দরা বোড মিল এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযান চালিয়ে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের ৩ একর সরকারি বন বিভাগের জমি উদ্ধার করা হয়।
স্থানীয় ও বন বিভাগ সূত্রে, পূর্ব চান্দনা বোড মিল এলাকার বন খেকো খাদেম আলী সরকারী বন বিভাগের জমি দখল করে বিভিন্ন দোকানপাট তৈরি করে স্থানীয় দালাল এবং বন বিভাগকে ম্যানেজ করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। সম্প্রতি ওই বনের জমি দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। বিষয়টি বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে ওইখানে উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে বন খেকো খাদম আলীর সরকারী বন বিভাগের জমিতে অবৈধভাবে গড়ে তোলা সাম্রাজ্য ভেঙে গুঁড়িয়ে দেয় বন বিভাগ।
এসময় কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদনান চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার সহকারী বন সংরক্ষক সাজেদুল আলম, কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম দোলন, কালিয়াকৈর চেক স্টেশন কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম, চন্দ্রা বিট কর্মকর্তা শরিফ উর রহমান খান চৌধুরী, মৌচাক বিট কর্মকর্তা মুশফিকুর রহমান মানিক, রঘুনাথপুর বিট কর্মকর্তা নুর মোহাম্মদ, পুলিশ প্রশাসন , বন বিভাগের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও প্রমুখ।এ সময় কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদনান চৌধুরী জানান, সরকারি বনের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় শতাধিক স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।