সোহরাব হোসেন,গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে দুয়ানীচলা এলাকায় বড়ই কাটা দিয়ে একমাত্র যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ায় প্রায় এক সপ্তাহ ধরে অবরোদ্ধ হয়ে আছেন তিনটি পরিবারের লোকজন। এ ব্যাপারে সরেজমিনে গেলে অবরোদ্ধ পরিবারের চান মিয়াসহ তার পরিবারের লোকজন জানায় তাদের বাড়িতে যাতায়াতের একমাত্র রাস্তাটি পাশের বাড়ির আবদুল হকের ছেলে আফসার ও শামিম প্রায় এক সপ্তাহ ধরে বড়ইকাটা দিয়ে রাস্তাটি বন্ধ করে দিয়েছে। এতে তারা বাড়ি থেকে বের হতে পারছেনা। ভোক্তভোগীরা এ বিষয়ে ¯’ানীয় ইউপি সদস্য আহসান মিয়াকে জানালে তিনি ¯’ানীয় মাতাব্বরদের নিয়ে রাস্তাটি খোলে দেওয়ার জন্য বলে। কিš‘ আফসার মিয়া ও শামীম সহ তার পরিবারের লোকজন তাদের কথা অমান্য করে রাস্তা থেকে কাটা সরিয়ে না দিয়ে অদ্যবধি রাস্তা বন্ধ করে রেখেছে। এতে ঐ এলাকার তিনটি পরিবার প্রায় এক সপ্তাহ ধরে অবরোদ্ধ হয়ে আছে। রাস্তা বন্ধ করে দেওয়া আফসার ও ফরহাদ শামিম জানান আমরা আমাদের জমির উপর দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছি। তারা নানা ভাবে আমাদের ক্ষতি করে আসছে। যেহেতু তারা আমাদের ক্ষতি করে আসছে এজন্য আমারা আমাদের জমির উপর দিয়ে তাদের যেতে দিবনা। এব্যাপারে ¯’ানীয় আবুল বাসার জানায় প্রতিবেশীদের চলাচলের জন্য একমাত্র রাস্তা বন্ধ করা এটা কোন ভাবেই ঠিক হয়নি। তবে আশা করি যারা রাস্তা বন্ধ করেছে তারা তাদের ভুল বুঝে রাস্তার কাট সরিয়ে দিবে এবং প্রতিবেশীরা চলাচল করতে পারবে।
প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি সম্পর্কে প্রয়োজনীয় ব্যব¯’া গ্রহন করে রাস্তা খোলে দিয়ে অবরোদ্ধ পরিবারের লোকজনদের অবরোধ মুক্ত কার দাবীজানিয়েছে ¯’ানীয়রা । ¯’ানীয় ইউপি মেম্বার আহসান মিয়া জানান বিষয়টি আমি জানার পর দুই পক্ষকে নিয়ে বসেছিলাম। আমি রাস্তার কাট সরিয়ে ফেলার জন্য বলেছি কিš‘ু তারা এখন পর্যন্ত রাস্তা পরিস্কার করে দেয় নাই।
###