পরিবেশ ভারসাম্য বজায় রাখতে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র সমাজের বৃক্ষ রেপান র্কমসূচির অংশ বিশেষ হিসেবে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুত এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে পতিত জমিতে শনিবার সকালে ইকো র্গাডিয়ান ফাউন্ডেশনের আয়োজনে বৃক্ষ রোপন র্কমসূচি করেছে ছাত্র সমাজ ।এ র্কমসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা র্নিবাহী র্কমর্কতা কাউছার আহামেদ ।
এসময় মহাসড়কের পাশে পতিত জমিতে ময়রা আর্বজনা পরিস্কার করে সেখানে প্রায় দের শতাধিক ফলজ্ব ও বনজ গাছের চারা রোপন করা হয় ।এতে ছাত্র সমাজের পাশাপাশি স্কুল .কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা এ বৃক্ষ রোপন র্কমসূচিতে অংশ নেয় ।এসময় উপস্থিত ছিলেন উপজেলা র্নিবাহী র্কমর্কতা কাউছার আহামেদ,বিশিষ্ট সমাজ সেবক আসাদুল্লা বাবু, রাজু আহম্মেদ,মাওলানা নজরুল ইসলাম,মাওলানা হাবিবুল্লাহ সাহাদুল্লাহ রাফী প্রমূখ ।এ বৃক্ষ রোপন র্কমসূচির উদ্যোগÍা সাহাদুল্লা রাফী বলেন আমাদের দেশে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ২৫ ভাগ বন ভূমির প্রয়োজন সেখানে রয়েছে ১৩ ভাগ বনভূমি ।তাই আমরা উদ্্েযাগ নিয়েছি সবুজ বনায়নের দেশ গড়তে ১২ ভাগ বনভূমি আমাদের দেশের যে সরকারী,মালিকানা পতিত জমি গুলো রয়েছে সবাই নিজ উদ্যোগে সেখানে বৃক্ষ রোপন করে পরিবেশের ভারসাম্য রক্ষা করবো ।এছাড়া শুনেছি গাছ মানুষের বন্ধু সেজন্য একটি করে গাছ রোপন কওে বন্ধুর সংখ্যা বাড়াতে চাই ।
উপজেলার র্নিবাহী র্কমর্কতা কাউছার আহামেদ জানান ছাত্র সমাজের এমন উদ্যোগকে স্বাগতম জানাই ।গাছ আমাদের পরিবেশ বন্ধু ।এছাড়া পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছের কোন বিকল্প নেই ।ছাত্র সমাজের এ বনায়নের উদ্যোগে সব সময় পাশে আছি ।
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি