গাজীপুরের কালিয়াকের উপজেলার মৌচাক রাখালিয়াচালা গেসুর টেক এলাকায় শনিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশির হামলায় মা ছেলে ও মেয়ে সহ ৪ জন আহত হয়েছেন ।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ।এ ঘটনায় অভিযুক্ত দুই নারী আটক করেছে এলাকাবাসী ।
আহতরা হলেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার জাদুরকুল গ্রামের জলিল মিয়ার স্ত্রী মিলন বেগম(৫০) ও তার ছেলে জুবায়ের মিয়া(২৩),জুয়েল রানা(৩০) পারভীন বেগম(৩৩) ।তারা স্ব পরিবারে ওই এলাকার মাইনুদ্দিনের বাড়িতে বাড়া থেকে ওই বাড়ি দেখাশুনা করেন ।
্অভিযুক্তরা হলেন উপজেলার মৌচাক রাখালিয়া চালা গ্রামের রাশেদ মিয়ার স্ত্রী মাজেদা বেগম(৫০) ও তার মেয়ে কানিজ ফাতেমা (২৮),ছেলে আদনান বাবু(২২) ।
স্থানীয়রা ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান শনিবার সকালে মেহেদীর পাতা তুলাকে কেন্দ্র করে কানিজ ফাতেমার সাথে মিলন বেগমের সাথে কথা কাটাকাটি হয় ।এক পর্যায়ে মিলন বেগমকে আঘাত করে কানিজ ।এসময় কানিজের মা মাজেদা বেগম ও আদনান বাবু এসে মারধর করতে থাকে ।এসময় মিলন বেগমের ডাক চিৎকারে মেয়ে পারভিন ও দুই ছেলে মাকে বাচাঁতে আসলে বাবুর হাতে থাকা হাতুরি দিয়ে তিনজনের মাথায় ও পিঠে আঘাত করে আহত করে ।কয়েকদিন আগে মিলন বেগম ক্যান্সারে আক্রান্ত হয়ে পেটে অপারেশন করান ।এসময় কানিজ ওই মহিলার পেটে লাথি মারে ।লাথির কারনে পেটের সেলাই ফেটে বিøডিং হতে তাকে ।পরে আহতদের চিৎকারে আশে পাশের লোকজন এসে অভিযুক্তদের ধাওয়া দিয়ে কানিজ ও তার মা মাজেদাকে আটক করে এসময় ঘটনাস্থল থেকে বাবু পলিয়ে যায় ।এর আগেও কানিজ ফাতেমা ও তার পরিবারের বিরুদ্ধে এরকম ঘটনার একাধিক অভিযোগ করেন এলাকাবাসী ।এ ঘটনায় মিলন বেগমের মেয়ের জামাই হোসাইন আহম্মেদ বাদি হয়ে শনিবার বিকালে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ।

কালিয়াকৈর থানার ডিউটি অফিসার এস আই আলমগীর বলেন এ ঘটনায় একটি অভিযোগ পত্র পেয়েছি ।তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি