গাজীপুরে, ১৮ অগ্রহায়ণ (৩ ডিসেম্বর) :
গাজীপুরের কালিয়াকৈরে রহিমা বেগম (৪০) নামে এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। গত ১ ডিসেম্বর বুধবার রাত আনুমানিক দশটার দিকে কালিয়াকৈর পৌরসভার চান্দরা পলান পাড়া এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
নিহত রহিমা বেগম (৪০) সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার ঘোড়াগাছা গ্রামের রুবেল মিয়ার স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর পৌরসভার চান্দরা পলান পাড়া এলাকার মোশারফ হোসেনের বাসায় ভাড়া থেকে কোনাবাড়িতে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন রহিমা বেগম। বুধবার রাতের প্রথম ভাগে ঘরের দরজার দীর্ঘ সময় বন্ধ থাকায় আশেপাশের লোকজন ডাকাডাকি করেন, কিন্তু ঘরের ভিতর থেকে কোন সারা শব্দ না পাওয়ায় আশপাশের লোক জন ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখেন রহিমা সেলিং ফ্যানের সাথে গায়ের ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। স্থানীয়রা পুলিশে খবর দিলে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে এসে রহিমার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
এ ঘটনায় কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে আজ ২ ডিসেম্বর সকালে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।