গাজীপুর, ২৭ আশ্বিন (১২ অক্টোবর) :
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান জাতিকে দিয়েছেন রাজনৈতিক মুক্তি, আর প্রধানমন্ত্রী শেখ
হাসিনা উন্নয়নের পাশাপাশি জাতিকে স্বয়ংসম্পূর্ণ করতে নিরলস কাজ করে যাচ্ছেন।
ভবিষ্যতে আমাদের আর অন্যের মুখাপেক্ষী হতে হবে না।
আজ গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন
‘এক্সপোর্ট  কম্পিটিটিভনেস ফর জবস’ প্রকল্পের  আওতায়  ‘সেন্টার অভ্ এক্সেলেন্স
ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি’-এর  ভিত্তিপ্রস্থর  স্থাপন অনুষ্ঠানে  প্রধান অতিথির
বক্তৃতায় এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দীর্ঘদিন স্বাধীনতাবিরোধী শক্তি
ক্ষমতায় থাকায় দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে
বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। প্রতিটি সেক্টরে এভাবে অগ্রগতি অব্যাহত
থাকলে ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তার বক্তৃতায় বাংলাদেশের পণ্যের ডিজাইন এবং গুণমান
বৃদ্ধির ওপর  গুরুত্বারোপ করেন । তিনি বলেন, পৃষ্ঠপোষকতা ও প্রযুক্তিগত সহায়তা
পেলে  গার্মেন্টস শিল্পের মত চামড়া ও চামড়াজাত পণ্য, জুতা, প্লাস্টিক এবং লাইট
ইঞ্জিনিয়ারিং খাত  থেকেও প্রচুর বৈদেশিক  মুদ্রা অর্জন করা সম্ভব।  সে লক্ষ্যেই
সেন্টার অভ্ এক্সেলেন্স ফর সায়েন্স আন্ড টেকনোলজি স্থাপন করা হয়েছে।
উল্লেখ্য, উচ্চমাত্রার প্রবৃদ্ধি, টেকসই উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্ট্রি
বহুমুখীকরণের  লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় বিশ্বব্যাংকের অর্থায়নে ‘এক্সপোর্ট
কম্পিটিটিভনেস ফর জবস’ শীর্ষক ফ্ল্যাগশিপ প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের
অন্যতম উদ্দেশ্য হলো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি ও
পণ্যের গুণগত মানোন্নয়ন করা। এ লক্ষ্যে প্রকল্পের আওতায় চট্টগ্রামে ১টি, গাজীপুরে ২
টি ও মুন্সিগঞ্জে ১টি অত্যাধুনিক টেকনোলজি সেন্টার স্থাপন করা হবে। বিশ্বমানের এই
টেকনোলজি সেন্টারে অগ্রাধিকারপ্রাপ্ত চামড়া ও চামড়াজাত পণ্য, জুতা, প্লাস্টিক এবং
লাইট ইঞ্জিনিয়ারিং খাতের শিল্পসমূহের জন্য টেকসই প্রযুক্তিগত সেবা  প্রদান করা
হবে।

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন
বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের
মেয়র জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধু হাইটেক সিটির ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার
ঘোষ, এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস' প্রকল্পের পরিচালক মোঃ মনসুরুল আলম
উপস্থিত ছিলেন।