উত্তরা, ঢাকা, ১১ কার্তিক (২৭ অক্টোবর):
রাজউক উত্তরা মডেল কলেজ এ আজ বুধবার (২৭ শে নভেম্বর) সকালে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১ ( র্যাব-১) এর উদ্যোগে “সবার হোক একটাই পন, কিশোর অপরাধ করবো দমন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে “কিশোুর গ্যাং অপসংস্কৃতি এবং আমাদের করনীয়” শীর্ষক সেমিনার এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগ্রেডিয়ার জেনারেল তাইফুল হক এবং উক্ত উনুষ্ঠানে সভাপতিত্ব করেন র্যাব-১ এর সিও আব্দুল্লাহ আল মামুন।
প্রধান অতিথির বক্তব্যে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ছাত্র ছাত্রীদের উদ্যেশে বলেন, আগামী দিনে তোমরাই এই সোনার বাংলাকে পরিচালনা করবা তাই তোমাদের মানুষের মত মানুষ হতে হবে আর সমাজে গুজব রটানো কে পতিহত করতে হবে এবং কিশোর গ্যাংকে তোমাদেরই সমাজ থেকে নির্মুল করতে হবে তাই তোমাদের সর্বদা সতর্ক থাকতে হবে। এ সময় আতিকুল ইসলাম অভিভাবকদের সন্তানদের প্রতি সর্বদা নজর রাখার আহবান জানান।
এ সময় অনুষ্ঠানে আগত অতিথিরা ২শতাধিক ছাত্র ছাত্রীদের মাঝে কিশোর গ্যাং অপসংস্কৃতি নির্মুল রোদে বক্তব্য প্রধান কেরন।