বগুড়া, ৭ আশ্বি (২২ সেপ্টেম্বর) :
কৃষি গবেষণায় উদ্ভাবিত জ্ঞান ও প্রযুক্তির ব‍্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন
ব‍্যবস্থায় পল্লী  উন্নয়ন একাডেমি বগুড়ার উল্লেখযোগ্য অবদান রয়েছে বলে জানিয়েছেন
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।
বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট কৃষি নিয়ে আরো বেশি গবেষণা ও
প্রশিক্ষণের ওপর জোর দেয়ার আহ্বান জানান তিনি।
আজ বগুড়া জেলার শেরপুর উপজেলায় পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়া’র
‘৩১তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন’ এর উদ্বোধন অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে
এই আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গঠনের
মাধ্যমে মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছিলেন।
তিনি বাংলাদেশের মানুষকে রাজনৈতিক স্বাধীনতা এনে দিয়েছেন। বর্তমানে তাঁর কন‍্যা শেখ
হাসিনা দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে যাচ্ছেন এবং আমরা আজ তার
সুফল পাচ্ছি। মানুষের জীবনযাত্রার মান পূর্বের চেয়ে অনেক উন্নত হয়েছে, কেউ আর এখন
না খেয়ে থাকে না। এসব কিছুই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর সফল রাষ্ট্রনীতি এবং
আরডিএ বগুড়া’র এর মত প্রতিষ্ঠানসমূহের গবেষণা কাজের সাফল্যের মধ্য দিয়ে।
প্রতিমন্ত্রী দেশের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনার সাথে সামঞ্জস‍্য রেখে আগামী
বছরের  কর্মপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানান।
প্রতিমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া এ প্রতিষ্ঠানের উদ্ভাবনী
কর্মকাণ্ড দেশব্যাপী ছড়িয়ে দিলে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের দেশে রূপান্তর
হবে,আত্মমর্যাদাশীল দেশ হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হবে। বঙ্গবন্ধু বলেছিলেন,
‘পৃথিবী শোষক আর শোষিত এই দুই ভাগে বিভক্ত । শোষিত, নির্যাতিত ও মেহনতি মানুষের
কল‍্যাণে কাজ করেছিলেন বঙ্গবন্ধু। শোষিতদের শোষণমুক্ত করার জ‍ন‍্য উদ্যোগ গ্রহণ
করেছিলেন। প্রতিমন্ত্রী বলেন,  বর্তমানে দেশের মাথাপিছু আয় ২হাজার ২২৭ ডলার,
যেখানে ভারতের  আয় এক হাজার ৯৪৭ ডলার ও পাকিস্তানের মাথাপিছু আয় এক হাজার ২০০
ডলার।  পার্শ্ববর্তী দেশের তুলনায় বাংলাদেশের অবস্থান অনেক দিক থেকেই এগিয়ে আছে।।

আরডিএ, বগুড়া’র মহাপরিচালক খলিল আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে
অন‍্যান‍্যের মধ‍্যে আরো বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব  মো.
মশিউর রহমান এনডিসি, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য
প্রফেসর ড.এম কামরুজ্জামান সহ আরডিএ এর অনুষদবর্গ।