শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন

কেরানীগঞ্জে তিতাসের অভিযান: সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায়

Reporter Name / ৭ Time View
Update : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

ঢাকা, ১৪ মাঘ (২৮ জানুয়ারি):
বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ এর
নেতৃত্বে তিতাস গ্যাস টিএন্ডডি পিএলসির আওতাধীন মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-২
এর সার্বিক সহযোগিতায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযানের অংশ হিসেবে
আজ কেরানীগঞ্জে একটা অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন দোলেশ্বর বেগুনপট্টি এলাকার ফোর
ব্রাদার্স ওয়াশিং কারখানা, গ্রীন ল্যান্ড ওয়াশিং কারখানা ও আল্লাহর দান ওয়াশিং
কারখানার মোট ১৮টি ড্রায়ার ও ৩টি বয়লারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে
লাইন কিলিং ও ক্যাপিং করা হয়েছে। এতে প্রতিদিন প্রায় ৪ হাজার ৫৮৪ সিএফটি
গ্যাস সাশ্রয় হবে। এ সময় ২৫০ ফুট ৩/৪ ইঞ্চি পাইপ, ২৬০ ফুট ২ ইঞ্চি পাইপ, ৩টি
কম্প্রেসার, ৫০০ ফুট হোস পাইপ, ৩ সেট ড্রায়ার বার্নার ও ৮টি বল ভাল্‌ব জব্দ
করা হয়।
উল্লেখ্য, অবৈধভাবে তিনটি ডাবল চুলায় গ্যাস ব্যবহার করায় একজন
আবাসিক ব্যবহারকারীকে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক ১০ হাজার টাকা
অর্থদণ্ড প্রদান করা হয় এবং উক্ত বাড়ির রাইজার গোড়া হতে ক্যাপিং করা হয়।
এছাড়াও অবৈধ সংযোগসমূহের সোর্স লাইন এর ২ ইঞ্চির ৩ ফিট এবং ১ ইঞ্চির ২০
ফিট পাইপ অপসারণ করে কিলিং ও ক্যাপিং করা হয়েছে।
অপরদিকে গদারবাগ, কেরানীগঞ্জ এলাকায় বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স
ব্যাতিরেকে ও বিনা লাইসেন্সে ফিলিং স্টেশন পরিচালনার অপরাধে আরটি ফিলিং
স্টেশন নামীয় কথিত প্রতিষ্ঠানের একজনকে এক্সপ্লোসিভ অ্যাক্ট, ১৮৮৪ এর ধারা
৫(৩)(ক) এর অধীনে প্রাকৃতিক গ্যাস (সিএনজি) বিধিমালা, ২০০৫ এর বিধি ১০৪ এর
আওতায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকালে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর