যোবায়ের আহমেদ: বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) ও তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট সন্তান আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যু বার্ষিকী।

শুক্রবার (২৩ জানুয়ারি) উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি সামনে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক আফাজ উদ্দিন আফাজ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আফাজ উদ্দিন বলেন, মানুষ আওয়ামীলীগকে ভোট দেয়নাই এতে করে এটাই বুঝাযায় যে, এদেরকে সাধারণ জনগণ কখনই ভালোবাসে নাই। আমরা আশাকরি সমাজের ভালোমানুষ গুলো বিএনপির পতাকা তলে আসবে। তাদেরকে নিয়ে আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের ৩১ দফা আমরা বাস্তবায়ন করবো। আর কোন চাঁদাবাজ, সন্ত্রাসদের জায়গা কখনই বিএনপিতে হবেনা বলে উত্তরার নেতা-কর্মীদের সতর্ক করেন।

অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ আরাফাত রহমান কোকর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত শেষে শতাধিক গরিব-অসহায় মানুষের হাতে বস্ত্র তুলে দেন এই বিএনপি নেতা।

উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোলাইমান হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহবায়ক আলাউদ্দিন সরকার টিপ, দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হেলাল উদ্দিন তালুকদার সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ আরো অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।