ঢাকা, ১৯ শ্রাবণ (০৩ আগস্ট) :
আজ সিনোফার্মার প্রথম ডোজ কোভিড-১৯ ভ্যাক্সিন নিয়েছেন ২ লাখ ১৬ হাজার
৫৩৪ জন। যার মধ্যে পুরুষ ১ লাখ ১৯ হাজার ৭৫৭ জন, মহিলা ৯৬ হাজার ৭৭৭ জন। এ
পর্যন্ত সিনোফার্মের প্রথম ডোজ কোভিড-১৯ ভ্যাক্সিন নিয়েছেন ২৯ লাখ ৮৪৬ জন।
এদিকে, আজ সিনোফার্মের দ্বিতীয় ডোজ নিয়েছেন ১০ হাজার ৯৩১ জন। যার মধ্যে পুরুষ ৫
হাজার ৭৪৫ জন ও মহিলা ৫ হাজার ১৮৬ জন। এ পর্যন্ত দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৮ হাজার
৮০৫ জন।
মডার্না ভ্যাক্সিনের আজ প্রথম ডোজ নিয়েছে ৮২ হাজার ৫৪ জন। যার মধ্যে পুরুষ
৫০ হাজার ২৯০ জন, মহিলা ৩১ হাজার ৭৬৪ জন। অদ্যাবধি মডার্না ভ্যাক্সিনের প্রথম
ডোজ নিয়েছেন ৯ লাখ ২৬ হাজার ২৬৩ জন। মডার্না ভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ শুরু হয়নি।
এদিকে, অদ্যাবধি ফাইজার ভ্যাক্সিনের প্রথম ডোজ নিয়েছেন ৫০ হাজার ২৫৫ জন।
আজ ফাইজার ভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ১০২৬ জন। যার মধ্যে পুরুষ ৬৭৬
জন, মহিলা ৩৫০ জন। অধ্যাবধি দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন ৪ হাজার ১৯৪ জন।
এছাড়া, অ্যাস্ট্রোজেনেকা-কোভিশিল্ড ভ্যাক্সিনের অদ্যাবধি প্রথম ডোজ দেয়া
হয়েছে ৫৮ লাখ ২০ হাজার ৫৩ জনকে। আজ দ্বিতীয় ডোজ অ্যাস্ট্রোজেনেকা-কোভিশিল্ড
ভ্যাক্সিন গ্রহণ করেছেন ১১ হাজার ৮৯৮ জন। যার মধ্যে পুরুষ ৭ হাজার ২৯১ জন এবং
মহিলা ৪ হাজার ৬০৭ জন। অদ্যাবধি অ্যাস্ট্রোজেনেকা-কোভিশিল্ড ভ্যাক্সিনের দ্বিতীয়
ডোজ দেয়া হয়েছে ৪৩ লাখ ১৮ হাজার ৭৮৫ জনকে।
আজ কোভিড-১৯, ১ম ডোজ ভ্যাক্সিন গ্রহণ করেছেন মোট ২ লাখ ৯৮ হাজার ৫৮৮
জন। যার মধ্যে পুরুষ ১ লাখ ৭০ হাজার ৪৭ জন, মহিলা ১ লাখ ২৮ হাজার ৫৪১ জন। এ
পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন ৯৬ লাখ ৯৭ হাজার ৪১৭ জন। আজ ২য় ডোজ
ভ্যাক্সিন গ্রহণ করেছেন মোট ২৩ হাজার ৮৫৫ জন। যার মধ্যে পুরুষ ১৩ হাজার ৭১২ জন,
মহিলা ১০ হাজার ১৪৩ জন। এ পর্যন্ত দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন ৪৩ লাখ ৯১
হাজার ৭৮৪ জন।
আজ বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত ভ্যাক্সিনের জন্য মোট নিবন্ধন করেছেন ১
কোটি ৬৬ লাখ ৮৯ হাজার ৩৫ জন।