সুরা মুতাফফিফীন‌ কোরআনের ৮৩তম সুরা। মক্কায় অবতীর্ণ এ সুরাটির আয়াত ৩৬টি, রুকু ১টি। সুরার প্রথম আয়াতের শব্দ ‘মুতাফফিফীন’ থেকে সুরাটির নামকরণ করা হয়েছে। মুতাফফিফ অর্থ মাপে কম দেয় এমন ব্যক্তি, এর বহুবচন মুতাফফিফীন। সুরাটির শুরুতে আল্লাহ মাপে কম দিয়ে প্রতারণাকারীদের জন্য শাস্তি ঘোষণা করেছেন। স্মরণ করিয়ে দিয়েছেন একদিন বিশ্বজগতের রবের সামনে সবাইকে দাঁড়াতে হবে। সেদিন এ সব অপকর্ম গোপন থাকবে না।

সুরা মুতাফফিফীনের ১-৬ আয়াতে আল্লাহ বলেন,

(১)
وَیۡلٌ لِّلۡمُطَفِّفِیۡنَ
ওয়াইলুল-লিল-মুতাফফিফীন।
দুর্ভোগ তাদের জন্যে যারা মাপে কম দেয়,ৎ

(২)
الَّذِیۡنَ اِذَا اکۡتَالُوۡا عَلَی النَّاسِ یَسۡتَوۡفُوۡنَ

আল্লাযীনা ইয়াকতা-লূ আলান্না-সি ইয়াসতাওফূন।
যারা মানুষের কাছ থেকে মেপে নেওয়ার সময় পুরোপুরি নেয়,

(৩)
وَاِذَا کَالُوۡہُمۡ اَوۡ وَّزَنُوۡہُمۡ یُخۡسِرُوۡنَ

ওয়া ইযা-কা-লূহুম আও ওয়াঝানূহুম ইউখসিরূন।
এবং যখন তাদের জন্যে মেপে বা ওজন করে দেয়, তখন কম দেয়।

(৪)
اَلَا یَظُنُّ اُولٰٓئِکَ اَنَّہُمۡ مَّبۡعُوۡثُوۡنَ

আলা ইয়াজুননু উলাইকা আন্নাহুম মাবঊসূন।
এরা কি চিন্তা করে না যে, এরা পুনরুত্থিত হবে

(৫)
لِیَوۡمٍ عَظِیۡمٍ

লিয়াওমিন আজীম।
এক মহাদিবসে

(৬)
یَّوۡمَ یَقُوۡمُ النَّاسُ لِرَبِّ الۡعٰلَمِیۡنَ

ইয়াওমা ইয়াকূমুন্নাসু লিরাব্বিল-আলামীন।
যেদিন মানুষ দাঁড়াবে বিশ্বজগতের রবের সামনে।

এ আয়াতগুলো থেকে যে শিক্ষা ও নির্দেশনা আমরা পাই

১. বেচাকেনা বা যে কোনো ক্ষেত্রে মানুষকে ধোঁকা দেওয়া, ঠকানো হারাম। বিক্রির সময় মাপে সামান্য কম দেওয়াও ধোঁকাবাজির অন্তর্ভুক্ত। তাই সাবধানতার জন্য একটু বেশি দিয়ে দেওয়া উচিত। মূল্য পরিশোধের সময়ও কোনো রকম প্রতারণার আশ্রয় নেওয়া, কম দেওয়া হারাম।

২. পরকাল, হিসাব ও প্রতিদানে বিশ্বাস মুসলমানদের মৌলিক ও গুরুত্বপূর্ণ বিশ্বাস, পরকালে অবিশ্বাসী হয়ে কেউ মুমিন হতে পারে না। পরকালের বিশ্বাস দৃঢ়ভাবে অন্তরে ধারণ করা আমাদের কর্তব্য।

৩. কেয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থিতি ও আল্লাহর শাস্তির ভয়াবহতা অন্তরে জাগরূক রাখা উচিত। যেন মন্দ কাজ করতে গেলে আমরা ভয় পাই, আমাদের অন্তর কেঁপে ওঠে।