ইব্রাহীম বাবু (ষ্টাফ রিপোর্টার):
গাজীপুর জেলার অধিনস্থ কালিয়াকৈর উপজেলায় সমভুমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর আওতা ভুক্ত শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ ও বাইসাইকেল প্রদান করা হয়। আজ ৩০ জুন বুধবার বেলা ১১ ঘটিকায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোঃ তরিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ কামাল উদ্দিন সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক জনাব মোঃ সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ ও সরকারি কর্মকর্তা বৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে সরকারের এই মহতী উদ্যোগের ভুয়সী প্রশংসা করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ জনগন সহ ক্ষুদ্র নৃগোষ্ঠীদের পাশে রয়েছে, আমরাও যতদুর সম্ভব নিষ্ঠার সাথে কাজ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী ভুক্ত শিক্ষার্থীদের পাশে থাকব। বিশেষ অতিথি জনাব সেলিম আজাদ সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকাণ্ড তুলে ধরে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক সাহেবের নির্দেশে আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাশে রয়েছি সেই সাথে আমরা কালিয়াকৈর উপজেলা কে ভিক্ষুকমুক্ত করবার জন্য নগদ অর্থ ও একটি করে ছাগল প্রত্যেক ভিক্ষুকের হাতে তুলে দিচ্ছি। সর্বোপরি অনুষ্ঠানের সভাপতি জনাব মোঃ কাজী হাফিজুল আমিন তাঁর সমাপ্তি বক্তব্যে সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানিয়ে এবং সরকারের বিধি নিষেধ মেনে চলার আহবান জানান।