গৌরনদী (বরিশাল), ১৪ পৌষ (২৯ ডিসেম্বর) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি উন্নত সমৃদ্ধ
রাষ্ট্রগঠনে‘রূপকল্প ২০৪১’ কে সামনে রেখে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। সরকারের
লক্ষ্য বাস্তবায়নের পূর্বশর্ত স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অভ্যন্তরীণ
শান্তি-শৃঙ্খলা নিশ্চিতকরণ। দুর্নীতি, মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো
টলারেন্স নীতি অনুসরণ করে মানুষের নিরাপদ জীবন ও শান্তিপূর্ণ বাংলাদেশ গঠন করতে হবে।
আজ বরিশাল জেলার গৌরনদীস্থ সেরালের নিজ বাসভবন চত্বরে গৌরনদী উপজেলা
প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও
পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ্ মতবিনিময়কালে
প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
হাসানাত বলেন, একটি দক্ষ, সেবামুখী, কল্যাণধর্মী ও দায়বদ্ধ জনপ্রশাসন গড়ে তুলতে
এবং বাংলাদেশকে উচ্চমধ্যম আয়ের দেশ হিসেবে পরিণত করতে প্রশাসনের সর্বস্তরের
কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। বর্তমান
সরকারের নির্বাচনি ইশতেহার ঘোষিত অঙ্গীকার বাস্তবায়নে সুশাসন নিশ্চিত করতে হবে।
আবুল হাসানাত আবদুল্লাহ্ গৌরনদী উপজেলার চলমান স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, কৃষি,
বনায়ন ও ভৌত অবকাঠামো খাতে গৃহীত প্রকল্পসমূহ নির্দিষ্ট সময়সীমার মধ্যে স্বচ্ছতার সাথে
বাস্তবায়নের পরামর্শ দেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী
কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।