নওগাঁ (পোরশা), ১৮ শ্রাবণ (২ আগস্ট) :
দেশে খাদ্য সংকট হবে না আর মজুদের জন্য স্থান সংকটও হবে না বলে জানিয়েছেনখাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
আজ নওগাঁর পোরশা উপজেলার নিতপুর লোকাল সাপ্লাই ডিপো (এলএসডি) পরিদর্শনশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এ কথা বলেন।মন্ত্রী বলেন, দেশে খাদ্যের অনেক মজুদ রয়েছে। খাদ্য মজুদের জায়গার অভাব হবেনা জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে ওএমএস দ্বিগুণ করা হয়েছে। সেপ্টেম্বর থেকেখাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হবে। এক প্রশ্নের জবাবে সাধন চন্দ্র মজুমদার বলেন, চাল সংগ্রহ ভালো হচ্ছে। কোথাওখারাপ চাল দিলে সেটা বাতিল করা হচ্ছে। কেউ যদি খারাপ চাল সংগ্রহ করে তার বিরুদ্ধেব্যবস্থা নেয়া হবে।পরিদর্শনকালে রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটওয়ারীসহ খাদ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।