শিবপুর (নরসিংদী), ৯ ফাল্গুন (২২ ফেব্রুয়ারি):
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, খেলাধুলা করলে শরীর মন ভালো
থাকে। ক্রীড়া প্রতিযোগিতা ছেলেমেয়েদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। এজন্য দেশব্যাপী
খেলাধুলার উন্নয়নে বর্তমান সরকার প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে।
গতকাল নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর শিমুলিয়া
উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মরহুম সুবেদার মেজর (অব:) মনসুর আহমেদ স্মৃতি ফুটবল
টুর্নামেন্ট এর ফাইনাল খেলা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে
শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, তরুণদের মধ্যে খেলাধুলা ও সংস্কৃতি চর্চার বিকাশ ঘটাতে হবে।
এলক্ষ্যে দেশের ৮টি বিভাগে বিকেএসপি প্রতিষ্ঠা করা হচ্ছে। জেলাগুলোতে স্টেডিয়ামের
পাশাপাশি উপজেলাগুলোতে মিনি স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। জাতীয় দলগুলোর জন্য বিভিন্ন
প্রশিক্ষণ কর্মসূচি ও প্রতিযেগিতার আয়োজন করাসহ দেশি-বিদেশি বরেণ্য কোচ নিয়োগ
দেওয়া হচ্ছে। আগামী দিনগুলোতে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশ আরো ভালো করবে
বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেনের
সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল
হক ভূঁইয়া (মোহন), নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন প্রমুখ।