গণতন্ত্র যেকোনো শাষণ ব্যবস্থা থেকে তুলনামূলক ভালো এটা বর্তমান বিশ্বে প্রতিষ্ঠিত ও প্রমাণিত।
গণতন্ত্র ছাড়া রাষ্ট্র ব্যবস্থা আরো খারাপ হচ্ছে সামনে ও হবে অতীতে ও খারাপ ছিলো।
মন্দের ভালো গণতন্ত্র।
যারা অনেক ভালো মানুষ আল্লার পেয়ারী ও সুফী সাহেব দাবি করেন তারা জনগণের মানডেট নিয়ে ভোটের মাধ্যমে আসতে কেন এতো ভয় পান ? আপনারা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসুন আমরাও আপনাদের স্বাগত জানাবো।

অগণতান্ত্রিক সরকার থাকলে দেশে সন্ত্রাস, চাঁদাবাজ, উগ্রপন্থী, মোবোক্রেসি, সামাজিক অস্থিরতা বেড়ে যায় বহুগুন।
এমনকি দেশ গৃহযুদ্ধের দিকেও ধাবিত হতে পারে। ব্যবসা বাণিজ্য ও ইনভেস্টমেন্ট কমে যায়। বেকারত্ব বেড়ে যায়।

সবদিক বিবেচনা করে ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার বা গণতন্ত্র ই তুলনামূলক ভালো শাষণ ব্যবস্থা বলে মনে করি।