গাজীপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সফল ভাবে পরিসমাপ্তি
সোমবার হোসেন , গাজীপুর প্রতিনিধি :
আজ শুক্রবার (৩১ জানুয়ারি ) ভাওয়াল মির্জাপুর কলেজ পাড়া যুব সংঘের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে জিযা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো । আলহাজ্ব ফজলুল হক মুসুল্লীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন গাজীপুর সদর উপজেলা বিএনপি সভাপতি ও গাজীপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব আলহাজ্ব আবু তাহের মুসুল্লী । উদ্বোধন করেন আলহাজ্ব ডা: মো: বখতিয়ার , ব্যবস্থাপনা পরিচালক , স্কয়ার খাজা বদরুদ্দোজা মর্ডান হাসপাতাল ।
ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন পূর্বডগরী পুরবী সংঘ এবং গজারিয়াপাড়া ফুটবল একাদশ।
প্রধান অতিথি জনাব আবু তাহের মুসুল্লী বলেন যুবকদের সকল ভালো কাজে আমাদের আন্তরিক সহযোগিতা থাকবে। আগামীতে এ রকম আয়োজন অবহ্যাত রাখার বিশেষ তাগিদ দিয়ে রাখের কলেজ পাড়া যুব সংঘের সকল কলা কৌশলীদের।
দেশের জনগণ স্বাধীন ভোটের পরিবেশ ফিরে পাবে সেই আশাও তিনি ব্যক্ত করেন
উদ্বোধক জনাব ডা বখতিয়ার বলেন ভালো স্বাস্থ্য ও সুস্থতার জন্য খেলা ধুলার বিকল্প নেই ,যুব সমাজকে মাদক ও মোবাইল আসত্তি থেকে ফিরে খেলাধুলায় কোয়ালিটি টাইম পাস করতে বলেন ।
এ আয়োজনের সাথে যারা সর্বাত্মক সহযোগিতা করেন মো: রাজিব হোসেন , মো: মোফাজ্জল হোসেন মুসুল্লি , মো: ইউসুফ আলী সহ এক ঝাক খেলা প্রেমি সংগঠক।
ফাইনাল খেলায় পূর্ব ডগরী পুরবী সংঘ টাইব্রেকারে গজারিয়াপাড়া ফুটবল একাদশ কে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ।
খেলা শেষে দুই দলকে একটি ফ্রিজ ও স্মার্ট টেলিভিশন পুরস্কার হিসাবে দেওয়া হয় ।