সোহরাব হোসেন, গাজীপুর প্রতিনিধি:

শুক্রবার ও শনিবার (৯,১০ ফেব্রুয়ারী) গাজীপুর সদরের পিরুজালী সড়কঘাট এলাকায় হুমায়ূন মেম্বারের বাড়ির সামনে অনুষ্ঠিত হয়ে গেল মাছের মেলা। মেলা উপলক্ষে দূরদুরান্ত থেকে মৎস্য ব্যবসায়ীরা মাছের দোকান সাজিয়ে বসেন। মেলার আয়োজন করেন মোঃ জোবায়ের হোসেন জুয়েল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সরেজমিনে গিয়ে দেখা যায় যে মেলার স্টল গুলোতে হরেক রকম দেশি ও সামুদ্রিক বড় আকারের মাছ সাজিয়ে রাখা হয়েছে। ক্রেতা ও দর্শনার্থীতে সাজ সাজ ও আনন্দমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। স্থানীয় ক্রেতা মোঃ মিলন সিকদার বলেন এরকম মাছ আগে কখনও দেখা হয়নি, মেলার কারনে আমরা এলাকাবাসী বড় আকারের মাছ দেখতে সেই সাথে কেনার সুযোগ পেলাম। তিনি মেলা থেকে ৮ কেজি ওজনের একটি আইড় মাছ ক্রয় করেন। আয়োজকদের পক্ষ্য থেকে জানানো হয় প্রতি বছর এ রকম মেলা আয়োজনের ইচ্ছা তাদের রয়েছে।

মেলায় আগত স্টল মালিক বা মৎস্য ব্যবসায়ীরা বেচাকেনায় খুশি হয়ে বলেন এখানে এসে তারা ব্যবসায়ীক ভাবে বেশ লাভবান হয়েছেন।