০৭-০১-২৪
সোহরাব হোসেন, গাজীপুর প্রতিনিধি :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫টি আসনে তূমুল প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা গেছে। আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে এ ভোটের লড়াই অনুষ্ঠিত হয়। মূলত স্বতন্ত্র প্রার্থীদের দৌড়ঝাপের কারণে গাজীপুরের নির্বাচনি পরিবেশ বেশ সরগরম ছিল। বিএনপির ভোট বর্জনের মধ্য দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হলো। গাজীপুর থেকে যারা যারা নির্বাচিত হয়ে সাংসদ হলেন।
সুত্র মতে বিজয়ীদের প্রাপ্ত ভোটের পরিসংখ্যান উপস্থাপন করা হল:
গাজীপুর -১

আ ক ম মোজাম্মেল হক (নৌকা) ১০৯২১৮,
মোঃ রেজাউল করিম রাসেল(ট্রাক) ৯২৭৮৮
নৌকা মার্কা ১৬৪৩০ ভোটের ব্যবধানে বিজয়ী

গাজীপুর -২
মোঃ জাহিদ আহসান রাসেল (নৌকা) ১০৩৯৮৬,
মোঃ আলিম উদ্দিন ( ট্রাক) ৮১৮০৪
নৌকা মার্কা ২২১৮২ ভোটের ব্যবধানে বিজয়ী

গাজীপুর -৩

এ্যাডঃ রোমানা আলী টুসি(নৌকা) ১২৬১৯৬,
মোঃ ইকবাল হোসেন সবুজ(ট্রাক) ১০১৬৭৪
নৌকা মার্কা ২৪৫২২ ভোটের ব্যবধানে বিজয়ী

গাজীপুর -৪

সিমিন হোসেন রিমি(নৌকা) ৮০৬৬৮,
আলম আহমেদ (ঈগল) ৩৫৯২৮
নৌকা মার্কা ৪৪৭৪০ ভোটের ব্যবধানে বিজয়ী

গাজীপুর -৫

মোঃ আখতারুজ্জামান (ট্রাক) ৬১৬৯৭
মেহের আফরোজ (নৌকা) ৫০৬৯৬
ট্রাক মার্কা ১১০০১ ভোটের ব্যবধানে বিজয়ী