সোহরাব হোসেন , গাজীপুর প্রতিনিধি :
আজ ২৭ ডিসেম্বর (শুক্রবার) গাজীপুর হাফ ম্যারাথনের ৪র্থ আসর সম্পন্ন হলো গাজীপুর মহানগরস্থ হাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় লাগোয়া রাস্তায় প্রচন্ড শীতকে উপেক্ষা করে শত শত দৌড়বিদ নির্ধারিত সময় ভোর ছয়টার আগেই হাজির হন। তাছাড়াও অনেক দৈড়বিদ মাঠে তাবু টানিয়ে রাত্রি যাপন করেন । বিপুল উৎসাহ উদ্বিপনা নিয়ে গাজীপুর জেলা ছাড়াও অন্য জেলা থেকে দৌড়বিদ গণ আসেন।
দুটি ক্যাটাগরিতে ম্যারাথন পরিচালিত হয়, ১০.৫ কিমি এবং ২১.৫ কিমি। নারী পুরুষ ছাড়াও কিশোর ও পৌড়ে পৌছানো অনেক দৌড়বিদ এতে অংশ গ্রহন করেন। দৌড় শেষে বিজয়ীদের হাতে পুরস্কার হিসাবে নগদ টাকা ও ক্রেস্ট প্রদান করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় প্রতি বছরের ন্যায় এ বছরও ভিন্ন ট্যাকে ম্যারাথনের আয়োজন করা হয়েছে । অংশগ্রহণকারীদের সহযোগিতা পেলে ভবিষ্যতে ও এর ধারাবাহিকতা বজায় রাখা হবে।