মোঃ হায়দার আলী, রাজশাহী, ৮ শ্রাবণ (২৩ জুলাই) :

‘‘নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এই স্লোগানে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ শুরু হয়েছে। মৎস্য সপ্তাহ উপলক্ষে শনিবার (২৩ জুলাই বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. জানে আলম।

মতবিনিময় সভায় জানানো হয়, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রথমদিন (২৩ জুলাই) মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা। দ্বিতীয়দিন (২৪ জুলাই) প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষী ও মৎস্যচাষীদের সাথে মতবিনিময়। তৃতীয়দিন (২৫ জুলাই) সফল মৎস্যচাষীদের পুরস্কার প্রদান। চতুর্থদিন (২৬ জুলাই) অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা। পঞ্চমদিন (২৭) উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান ও পুকুরের মাটি পরীক্ষা। ৬ষ্ঠদিন (২৮ জুলাই) মৎস্যচাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ এবং সপ্তমদিন (২৯ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনি অনুষ্ঠান।

মতবিনিময় সভায় জানানো হয়, উপজেলায় মাছের মোট উৎপাদন ৮ হাজার ৭ শত ১৪.০২ মে.টন । মাছের বার্ষিক চাহিদা ৬ হাজার ৫ শত ২২ মে.টন। উদ্বৃত হচ্ছে ২ হাজার ১ শত ৯২.০২ মে.টন।

এছাড়াও মৎস্য উৎপাদন উপলক্ষে মাছ সঠিক ভাবে রক্ষণাবেক্ষণ সহ মাছ উৎপাদনের জন্য নানা দিক নিয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বরুণ কুমার মন্ডল, গোদাগাড়ী প্রেসক্লাবের সভাপতি এবিএম কামারুজ্জামান বকুল, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সিনিয়র সাংবাদিক কলামিষ্ট মোঃ হায়দার আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, পৌর প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামিল আহমেদ, মানিক, আসরাফ বাবু, ইসাহাক আলীসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ।