ঘোষিত হলো আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর ঢাকা বিভাগীয় টিম চতুর্থ শিল্প বিপ্লবে টিকে থাকতে এবং পঞ্চম শিল্প বিপ্লবে বাংলাদেশ কে এগিয়ে রাখতে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ নিরন্তর পরিশ্রম করে চলেছে। প্রযুক্তিতে দেশের মানুষকে সচেতন ও দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে এবং ‘আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ ২০২২’ কে সাফল্যমণ্ডিত করতে বিভাগীয় শহর ঢাকা সহ, কিশোরগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, টাঙ্গাইল, নরসিংদী, নারায়ণগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর জেলাগুলোর দায়িত্বে নিযুক্ত করা হয়েছে ঢাকা বিভাগীয় টিম কে। গত শনিবার এক মিটিং এ আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর ঢাকা বিভাগীয় টিম এর সদস্যদের নাম ঘোষণা করা হয়। আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর ঢাকা বিভাগীয় টিমের সদস্যরা হলেন, সাদমান সাকিব জিসান (বিভাগীয় লিডার), রুবাইয়াত রহমান (বিভাগীয় কো-লিডার), রায়হান চৌধুরী (বিভাগীয় অ্যাডমিন ম্যানেজার), নাসিবুল হাসান অন্তর (বিভাগীয় প্রমোশন ম্যানেজার), কাজী সিনথিয়া (বিভাগীয় কমিউনিকেশন ম্যানেজার), কামরুন নাহার (বিভাগীয় ইভেন্ট প্ল্যানার), মোছা হাসনাত জাহান (বিভাগীয় লজিস্টিক ম্যানেজার), মোছা নুসরাত জাহান (বিভাগীয় পি.আর. ম্যানেজার), সোনিয়া আক্তার (বিভাগীয় ইউনিভার্সিটি টিম ম্যানেজার), পূজা রায় (বিভাগীয় কলেজ টিম ম্যানেজার), মোঃ ফারিজুল ইসলাম মোমিন (বিভাগীয় স্কুল টিম ম্যানেজার) এবং শেখ নাজমুস সাকিব (বিভাগীয় পলিটেকনিক টিম ম্যানেজার)। নবগঠিত ঢাকা বিভাগীয় টিমের লিডার সাদমান সাকিব জিসান বলেন, ইতিমধ্যে শিক্ষানগরী ঢাকায় শুরু হয়ে গিয়েছে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর পর্যায়ক্রমিক কার্যক্রম। আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতে ১২ জনের এই বিভাগীয় টিম নিরন্তর কাজ করে চলেছে। “আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ” এর মাধ্যমে সবাইকে সাথে নিয়ে আমরা পরবর্তী প্রজন্মকে প্রযুক্তিতে সচেতন ও দক্ষ জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের প্রধান লক্ষ্য তথ্য ও প্রযুক্তির জ্ঞানকে একদম তৃনমূল পর্যায়ে পৌঁছে দেওয়া। আশা করছি সকলের সম্মিলিত সহযোগীতায় বিশ্ব দরবারের আধুনিকায়নে বাংলাদেশ কে এগিয়ে নিতে এবং প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ একটি উন্নত জাতি উপহার দিতে সক্ষম হবো ‘আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ’ সম্পর্কে জানতে চাইলে কনভেনর শামিমা বিনতে জলিল বলেন, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ শুধুমাত্র একটি প্রতিযোগীতামুলক কার্যক্রম নয় বরং প্রযুক্তি শিক্ষায় সকলকে সচেতন ও দক্ষ করে গড়ে তোলার একটি অন্যতম প্ল্যাটফর্ম। বাংলাদেশের তৃণমূল পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষার প্রয়োজনীয় উপলব্ধি এবং প্রযুক্তি বিষয়ক সচেতনতা ও প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে আমরা সকল বিভাগ, জেলা, স্কুল, কলেজ, পলিটেকনিক ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি নিচ্ছি। ইতিমধ্যেই যারা বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি খাতকে এগিয়ে নিয়ে যেতে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তারা আমাদের সাথে অ্যাডভাইজর প্যানেলে যুক্ত হয়ে গিয়েছেন। আমরা আশা করছি শিক্ষা মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় কে সাথে নিয়ে আমাদের উদ্দেশ্য পূরণে শতভাগ সাফল্য অর্জন করতে সক্ষম হবো। “আইসিটি অলিম্পিয়াডে যুক্ত বিভাগীয়, জেলাসহ প্রত্যেক স্কুল, কলেজ,ইউনিভার্সিটি এবং পলিটেকনিকের সকলকে একযোগে স্বতঃস্ফূর্তভাবে কাজ করার আহ্বান জানাই”– শেখ নাজমুস সাকিব