১৪ জানুয়ারি, ২০২৩:
মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই লঘুচাপের প্রভাবে শনিবার (১৪ জানুয়ারি) দেশের পাঁচ বিভাগে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এদিকে, শুক্রবার থেকে দেশের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে নতুন করে শৈত্যপ্রবাহ। শৈত্যপ্রবাহের পাশাপাশি বৃষ্টির কারণে আগামী কয়েকদিন শীত জেঁকে বসতে পারে।
আবহাওয়া দপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছিল, জানুয়ারিতে মোট তিনটি শৈত্যপ্রবাহ আসতে পারে। এর মধ্যে প্রথমটি চলে গেছে ৭ তারিখের মধ্যেই। দ্বিতীয়টি শুরু হয়েছে শুক্রবার থেকে। এটি শেষ হলে চলতি মাসের শেষ সপ্তাহে আরও একটি শৈত্যপ্রবাহ আসবে।
এ ব্যাপারে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, চলমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। শনিবার দেশের কোথাও কোথাও হালকা অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রা বেড়ে কোথাও কোথাও শৈত্যপ্রবাহ কমতে পারে। সোমবার থেকে রাতের তাপমাত্রা কমতে পারে।