ঢাকা, ১৭ ভাদ্র (১ সেপ্টেম্বর) :
বেসরকারিভাবে চাল আমদানির জন্য বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলোর ঋণপত্র
(লেটার অব ক্রেডিট-এলসি) খোলার সময় বাড়ানো হয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত
সময় বাড়িয়ে আজ খাদ্য মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বেসরকারিভাবে আমদানির জন্য বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানসমূহের অনুকূলে বরাদ্দকৃত
চাল আমদানির জন্য এলসি খোলার সময়সীমা চাল আমদানির স্বার্থে আগামী ৭ সেপ্টেম্বর
পর্যন্ত বাড়ানো হয়েছে। এলসি খোলার ক্ষেত্রে ৭ সেপ্টেম্বরের পর আর সময় বাড়ানো হবে
না ।
চাল আমদানির ক্ষেত্রে অনুমোদিত প্রতিষ্ঠানগুলোকে এলসি সম্পর্কিত যেকোনো
তথ্য (পোর্ট অভ্ এন্ট্রিসহ) তাৎক্ষণিকভাবে ইমেইলে (sasep@mofood.gov.bd) জানাতে
হবে।