কুমিল্লার চৌদ্দগ্রামের একাধিক বাজারে ন্যায্যমূল্যের কাঁচাবাজার বসিয়েছে জামায়াত। বাজারের অন্যান্য দোকানের তুলনায় বিভিন্ন শাক-সবজির মুল্য ১০-২০ টাকা কম হওয়ায় এসব দোকানে ভিড় জমাচ্ছে সাধারন মানুষ। উপজেলার শুভপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মুন্সীরহাট বাজারে এবং মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বুধবার (৬ নভেম্বর) খিরনশাল বাজারে কাঁচাবাজারের দোকান স্থাপন করে জামায়াত। প্রতিটি দোকানে একজন কর্মচারী ছাড়াও স্বেচ্ছায় শ্রম দিচ্ছে জামায়াতের অঙ্গসংগঠন যুব ফোরামের কর্মীরা।

সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, বুধবার এবং বৃহস্পতিবারে জামায়াতের বসানো সবজি দোকানে টমেটো বিক্রি হচ্ছে ১৩০ টাকায়, ফুলকপি প্রতিকেজি- ৫৫ টাকা, কাঁচামরিচ- ১২০ টাকা, ধনিয়াপাতা- ১৬০ টাকা, শসা- ৪০ টাকা, পটল- ৪৫ টাকা, শীম- ১১০ টাকা, ঢেড়শ- ৫৫ টাকা প্রতি কেজি। উল্লেখিত প্রতিটি শাকসবজি বাজারের অন্যান্য দোকানে ১০-২০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে।

খিরনশাল কাঁচাবাজারের স্বেচ্ছাসেবক মিজানুর রহমান বলেন, ১জন শ্রমিক নিয়ে ৬ই নভেম্বর পুরোদিন আমরা বিভিন্ন কাঁচা সবজি বিক্রি করেছি। পুরোদিন ক্রেতাদের প্রচুর ভিড় ছিল।

মুন্সীরহাট ইউনিয়ন যুব বিভাগের সভাপতি শাখাওয়াত হোসেন শামিম বলেন, জামায়াতের সামাজিক কাজের অংশ হিসেবে আমরা মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের উদ্যোগে খিরনশাল বাজারে সবজির দোকান স্থাপন করি। ৬ই নভেম্বর বুধবার আমরা ৩৪ হাজার টাকা সবজি পাইকারী ক্রয় করি। উপরে উল্লেখিত দামে বিক্রি করেও ভালো লভ্যাংশ পাই। লভ্যাংশ থেকে একজন শ্রমিকের বেতন ও পরিবহনসহ আনুসাঙ্গিক খরচ করি।

মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী হাফেজ বদিউল আলম বলেন, দ্রব্যমুল্যের উর্ধ্বগতির এ সময়ে আমাদের এ কার্যক্রমে এলাকার সাধারন মানুষ অত্যন্ত ভালোভাবে গ্রহণ করেছে। আমাদের এ কার্যক্রম প্রতি সপ্তাহে বাজারের দিন অর্থ্যাৎ ২ দিন করে চলবে।