মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন

জবাবদিহিতামূলক রাষ্ট্রব্যবস্থা গড়ার আহ্বান আলী রীয়াজের

Reporter Name / ২ Time View
Update : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

রাষ্ট্রকে মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে জবাবদিহিতার ওপর জোর দিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশে (কেআইবি) আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় সংলাপের সমাপনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের (এফবিএস) আয়োজনে অনুষ্ঠিত এই সংলাপে অধ্যাপক রীয়াজ বলেন, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া গণতন্ত্র ও মানবিক মর্যাদা অর্জন সম্ভব নয়।

সরকারের গঠন, নির্বাহী বিভাগ, আইনসভা ও বিচার বিভাগের সম্পর্ক সুনির্ধারিত করে জবাবদিহি নিশ্চিত করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা ও নাগরিকদের প্রশ্ন করার ক্ষমতা প্রাতিষ্ঠানিক কাঠামোর অংশ হতে হবে।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্যের গুরুত্ব তুলে ধরে অধ্যাপক রীয়াজ বলেন, অতীতের স্বৈরতন্ত্রবিরোধী লড়াই শুধুই সূচনা। এখন আমাদের লক্ষ্য হওয়া উচিত জবাবদিহিমূলক ও ক্ষমতার বিকেন্দ্রীকরণে সক্ষম রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে এবং জনগণের মতামত নির্বাচনী ব্যবস্থায় প্রতিফলিত করতে ঐকমত্য প্রতিষ্ঠার বিকল্প নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর