ঢাকা, ২৪ আশ্বিন (৯ অক্টোবর) :
জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি কমাতে করণীয় নির্ধারণে ন্যাশনাল এডাপটেশন
প্ল্যান (ন্যাপ) প্রণয়ন বিষয়ক কর্মশালা গাজীপুরের রাজেন্দ্রপুর ব্রাক সিডিএমে আজ
অনুষ্ঠিত হয়। কর্মশালায় ন্যাপ প্রণয়ন বিষয়ে অগ্রগতি ও এটিকে অধিকতর কার্যকরী
করার উপায় নিয়ে আলোচনা হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও অধীন
সংস্থার উর্ধতন কর্মকর্তাগণ, ইউএনডিপি ও ন্যাপ প্রণয়ন টিমের কর্মকর্তাগণ
কর্মশালায় উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন
মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তফা কামাল বলেন, ন্যাশনাল এডাপটেশন প্ল্যানে জলবায়ু
পরিবর্তনজনিত ঝুঁকি ও ক্ষতি মোকাবিলার কার্যকরী উপায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।
জনগণের মতামতের ভিত্তিতে এ পরিকল্পনা প্রণীত হচ্ছে। আগামী ২০২২ সালের এপ্রিলের
মধ্যে এ পরিকল্পনা চূড়ান্ত করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
ন্যাপ প্রণয়ন প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মোঃ মিজানুল হক চৌধুরীর
সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের
মহাপরিচালক মোঃ আশরাফ উদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাপ প্রণয়ন কমিটির
টিম লিডার অধ্যাপক ডক্টর আইনুন নিশাত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ন্যাপ
প্রণয়ন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক ও পরিবেশ অধিদপ্তরের পরিচালক মির্জা
শওকত আলী এবং ইউএনডিপির প্রোগ্রাম স্পেশালিস্ট আরিফ মোহাম্মদ ফয়সাল।
Home আবহাওয়া এবং পরিবেশ জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি কমাতে ন্যাশনাল এডাপটেশন প্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত