ঢাকা, ২৪ আষাঢ় (৮ জুলাই) :
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এবং ‘সাউথ এশিয়া কোঅপারেটিভ
এনভায়রনমেন্ট প্রোগ্রাম (সাকেপ) এর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মোঃ শাহাব
উদ্দিন বলেছেন, পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় দক্ষিণ এশীয় অঞ্চলে আগামী দিনগুলোতে
বাংলাদেশের ভূমিকা ও নেতৃত্ব আরো সুদৃঢ় হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার
নেতৃত্বে দক্ষিণ এশিয়ায় পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সাকেপ
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্ত্রীর সাথে গতকাল সন্ধ্যায় তাঁর ঢাকার বাসভবনে সাকেপ এর নবনিযুক্ত
মহাপরিচালক ড. মোঃ মাছুমুর রহমান সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, পারস্পরিক সহযোগিতা, টেকনোলজি ট্রান্সফার, সচেতনতা
বৃদ্ধি ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এ অঞ্চলে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব
মোকাবিলায় সাকেপ-এর সদস্য দেশসমূহ একসাথে কাজ করবে।
পরিবেশমন্ত্রী দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জলবায়ু পরিবর্তনের বিভিন্ন ক্ষতিকর
দিক এবং তা উত্তরণে সাকেপ এর ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি এসময় নবনিযুক্ত
মহাপরিচালক কে অভিনন্দন জানান এবং তাঁকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান
করেন।
উল্লেখ্য, বাংলাদেশ এই প্রথম বারের মত আগামী তিন বছরের জন্য সাকেপ এর
মহাপরিচালক পদ পেয়েছে ।