খুলনা, ৩১ শ্রাবণ (১৫ আগস্ট):
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয়
শোক দিবসে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান আজ খুলনা
জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক
অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার
আব্দুল খালেক এবং বীরমুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে শ্রম প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতার ত্যাগ ও স্বপ্ন বৃথা
যায়নি। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নত-সমৃদ্ধ,
স্মার্ট বাংলাদেশ গড়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণ করবো।
এজন্য সকলকে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠার সাথে শ্রম দিয়ে যেতে হবে।
পরে প্রতিমন্ত্রী খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেককে
সাথে নিয়ে খুলনা বিভাগীয় শ্রম দপ্তর প্রাঙ্গনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক
অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং দপ্তর প্রাঙ্গণে মুজিব কর্ণারের উদ্বোধন
করেন।