প্যারিস, ১৩ জুলাই :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী উদযাপন এর অংশ
হিসেবে প্যারিসে বাংলাদেশ দূতাবাস, এর উদ্যোগে ও ফরাসি ডাক বিভাগ ‘La poste’-এর
সহায়তায় স্মারক ডাকটিকেট অবমুক্ত করা হয়। গতকাল La poste – এর সদর দপ্তরে
আয়োজিত এ অনুষ্ঠানে ফরাসি ডাক বিভাগ ‘La poste’ এর ডাক টিকেট প্রকাশনা বিভাগ
‘Philaposte’ এর পরিচালক Gilles LIVCHITZ এবং ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত
কাজী ইমতিয়াজ হোসেন যৌথভাবে স্মারক ডাকটিকেট অবমুক্ত করেন। কোভিড অতিমারির
কারণে স্বাস্থ্যবিধি অনুসরণ করে এ আয়োজনে দূতাবাসের সকল কর্মকর্তা এবং
‘Philaposte’ এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রবাসী বাংলাদেশি প্রতিনিধি উপস্থিত
ছিলেন।
রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন তাঁর শুভেচ্ছা বক্তব্যের শুরুতেই জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। রাষ্ট্রদূত
বলেন, বঙ্গবন্ধু আজীবন সারাবিশ্বের নির্যাতিত, নিপীড়িত মানুষের পক্ষে তাঁদের অধিকার
আদায়ের দাবিতে সোচ্চার ছিলেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তাঁর রাজনৈতিক আদর্শ,
জীবনদর্শন সারাবিশ্বের স্বাধীনতাকামী জনগোষ্ঠির কাছে পৌঁছে দিতে দূতাবাসের চলমান
উদ্যোগের মধ্যে এটি অন্যতম। এ স্মারক ডাকটিকেট প্রকাশনা জাতির পিতার স্মৃতির প্রতি
শ্রদ্ধার্ঘ্য হিসেবে তিনি উল্লেখ করেন। রাষ্ট্রদূত এই প্রকাশনায় সংশ্লিষ্ট সকলকে
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
Philaposte এর পরিচালক Gilles LIVCHITZ বলেন, তিনি এ মহৎ উদ্যোগের সাথে
সংশ্লিষ্ট হতে পেরে গর্বিত। এ কাজের সাথে সম্পৃক্ত হওয়ায় তাঁরাও বঙ্গবন্ধুর মত
একজন মহান ব্যক্তিত্ব এবং তাঁর জীবনাদর্শ সম্পর্কে বিশদভাবে জানতে পেরেছেন। এ
ডাক টিকেট ফরাসি জনগণের কাছে বাংলাদেশের জাতির পিতাকে আরো সুপরিচিত করতে বিশেষ
ভূমিকা রাখবে। তিনি এ ডাক টিকেট এর ব্যবহারিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা
করেন। তিনি আরো বলেন, এই ডাক টিকেট নিত্য ব্যবহার্য ডাক টিকেট, কেবল স্মারক ডাক
টিকেট নয়। এর মাধ্যমে ফ্রান্সের অভ্যন্তরে এবং বিশ্বের যে কোনো দেশে চিঠি ও পার্সেল
প্রেরণ করা যাবে। বিখ্যাত বাংলাদেশি চিত্রশিল্পী শামসুদ্দোহা-র আঁকা বঙ্গবন্ধুর একটি
প্রতিকৃতি এই স্মারক ডাকটিকেট এ ব্যবহার করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় অংশে রাষ্ট্রদূত ‘Laposte’ কে ডাক টিকেট এর একটি অনুকৃতি

(replica) উপহার হিসেবে প্রদান করেন যা ‘Laposte’ এর সদর দপ্তরে প্রদর্শন ও সংরক্ষণ
করা হবে। এছাড়াও রাষ্ট্রদূত বঙ্গবন্ধুর লেখা ‘কারাগারের রোজনামচা’-র ফরাসি সংস্করণ
‘Journal de Prison’ এবং জাতিসংঘের সকল দাপ্তরিক ভাষা ও বাংলায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক
৭ই মার্চের ভাষণ এর সংকলন ‘The Historic 7th March speech of Bangabandhu Sheikh
Mujibur Rahman-A World Documentary Heritage’ শীর্ষক বই দুইটি ‘Laposte’ কে উপহার
হিসেবে প্রদান করেন।