আঙ্কারা, তুরস্ক, ২৮ জুলাই :
তুরস্কের আঙ্কারায় বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
স্মরণে এক বিশেষ ডাকটিকেট অবমুক্ত করে সেদেশের ডাক বিভাগ।
তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মস্‌য়ূদ মান্নান এনডিসি এবং সেদেশের পররাষ্ট্র
মন্ত্রণালয়ের সাংস্কৃতিক উইংয়ের মহাপরিচালক ডেনিজ চাকার যৌথভাবে এই ডাকটিকেট
অবমুক্ত করেন।
এসময় রাষ্ট্রদূত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশ ও
আন্তর্জাতিক পরিমন্ডলে গণতন্ত্র, শান্তি এবং ধর্মনিরপেক্ষতার এক মূর্ত প্রতীক
ছিলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ছিলেন মানবতা, জনগণের ক্ষমতা এবং আর্থসামাজিক
মুক্তির অগ্রদূত।
বঙ্গবন্ধুর স্মরণে ছবিসহ ডাকটিকেট অবমুক্তির মধ্য দিয়ে দু’দেশের সম্পর্ক আরো
দৃঢ় হবে বলে উভয়ে সহমত প্রকাশ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উদযাপন উপলক্ষ্যে ডাকটিকেটটি অবমুক্ত করায় রাষ্ট্রদূত
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ডাক বিভাগকে ধন্যবাদ জানান।