১০ আষাঢ় (২৪ জুন) :
গত ৭০ বছরেরও বেশি সময় ধরে জাতিসংঘ বিশ্বে শান্তি ও মানবাধিকারকে রক্ষার প্রয়াসে নেতৃত্ব দিয়ে চলেছে।
কিন্তু এই সংস্থার ভেতরেই যখন যৌন হয়রানি বা নিপীড়নের অভিযোগ ওঠে তখন কী হয়?
এমন কিছু নারীর সাথে কথা বলেছে যারা বর্ণনা করেছেন যে তারা এ সংস্থাটির ভেতরেই নিপীড়নের শিকার হয়েছেন। শুধু তাই নয়, তাদের কথায় বেরিয়ে এসেছে যে সংস্থাটির উচ্চ স্তরের লোকদের গায়ে যেন এসব অভিযোগের স্পর্শ না লাগে – এমন এক সংস্কৃতিও তৈরি হয়েছে।
জাতিসংঘের কিছু কর্মী বলছেন, তারা যৌন হয়রানি-নিপীড়নের ঘটনা প্রকাশ করার চেষ্টা করলে তাদের নানাভাবে শাস্তি পেতে হয়েছে, কখনো কখনো চাকরি হারাতে হয়েছে।
সূত্র : বিবিসি বাংলা